দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বরিশাল থেকেই নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন শুরু করতে চাচ্ছে দলটি। 

এই লক্ষ্যে সারা দেশে বিএনপির মেয়র প্রার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের আয়োজন করেছে তারা। 

সমাবেশ করতে সম্ভাব্য ৩টি স্থানের জন্য আবেদন করা হলেও মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের কোনো সবুজ সংকেত পাননি তারা। 

যদিও সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি। সমাবেশ আয়োজনের মূল দায়িত্ব পড়েছে বরিশাল মহানগর বিএনপির উপর।সমাবেশের বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর বিএনপি।ওইদিন সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 

মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, চট্টগ্রামের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহীর মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

সংবাদ সম্মেলন শেষে আগামী ১৮ ফেব্রুয়ারীর বিক্ষোভ সমাবেশ সফল করতে নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকায় লিফলেটসহ গণসংযোগ করেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। 

এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া এবং উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।