বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী খান হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন। বর্তমান মেয়র খান হাবিবুর রহমান পেয়েছেন ১৮ হাজার ৮৯৪ ভোট। রবিবার দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনকারী বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবাল পেয়েছেন মাত্র ৩৩৯ ভোট।বাগেরহাট পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ সন্ধ্যায় ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত জানান।

বাগেরহাট পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে সরদার শামিম হাসান, ২নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ৩নং ওয়ার্ডে খান আবু বকর, ৪নং ওয়ার্ডে কাজী তহিদুর রহমান জনি, ৮নং ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু ও ৯নং ওয়ার্ডে তালুকদ্র ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় আগেই নির্বাচিত হয়েছেন। 

সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১, ২ ও নং ৩ ওয়ার্ডে আসমা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শরিফা আক্তার। 

বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের সব পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।