মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধামধারা গ্রামে ভেজাল খেজুর গুড় তৈরির অপরাধে দু'জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জের খেজুর গুড়ের সুনাম এবং চাহিদা থাকায় কিছু অসাধু ব্যক্তি খেজুর গাছের রসের সাথে চিনি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করছেন। 

অভিযোগের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে ধামধারা গ্রামে অভিযানে চালানো হয়। অভিযানকালে ওই গ্রামের খেজুর গুড় ব্যবসায়ী বিল্লাল হোসেন (৬০) ও মশগুল মিয়া (৪৮) কে তাদের সহযোগি নিয়ে চুলায় ভেজাল গুড় তৈরি করতে দেখা যায়।জিজ্ঞাসাবাদে তারা চিনি মিশিয়ে খেজুর গুড় তৈরির কথা স্বীকার করে। 

নিজেদের অপরাধ স্বীকার করে। ভবিষ্যতে আর ভেজাল গুর তৈরি করবে না বলে অঙ্গীকার করায় ভেজাল বিরোধী আইনে বিল্লাল হোসেনকে পাঁচ হাজার টাকা এবং মশগুল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।