কৃষকরাই তো অন্নদাতা। ফসল, চাষের ক্ষেত ছেড়ে উঠে এসে সেই কৃষকরা কেন প্রাণহীন শহরে ঢুকে পড়লেন? যে কৃষকরা ক্ষেত থেকে ফসল তুলে সাধারণ মানুষের পেটে খাবারের জোগান দেন, সেই হাত দিয়ে কেন তারা বিদ্রোহের মশাল জ্বালাতে শুরু করেছেন? 

এবার এমনই প্রশ্ন তুললেন সোনাক্ষী সিনহা। কৃষক আন্দোলন নিয়ে আবেগী হয়ে পড়েন বলিউড অভিনেত্রী। কৃষকদের নিয়ে অভিনেত্রীর ভাবনা এবার ফুটে উঠল তার কবিতার মাধ্যমে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনাক্ষী সিনহা একটি কবিতা শেয়ার করেন। 

নজরে মিলাকে খুদ সে পুছো কিঁউ? শিরোনাম দিয়ে সোনাক্ষী যখন আবৃত্তি করেন, তখন চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। মাটি, লাঙল ছেড়ে কৃষকরা কেন রাস্তায় উঠে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন 'দাবাং' অভিনেত্রী। 

এমনকি, কৃষকদের কেন 'দাঙ্গাকারী' তকমা দেওয়া হচ্ছে? নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হলেই তাদের 'দাঙ্গাকারী' বলে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও প্রশ্ন তোলেন অভিনেত্রী।তবে এই প্রথম নয়, এর আগেও কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন সোনাক্ষী। কেন নিজেদের অধিকার থেকে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন সোনাক্ষী।