পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সবকিছুতে এগিয়ে। তার নেতৃত্বে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। এখন বাংলাদেশের অগ্রগতি সন্দেহবাদীদের চোখেও দৃশ্যমান।শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁতে এক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।পরিকল্পনামন্ত্রী বলেন, একটি দেশের শক্তিশালী উন্নয়নের জন্য দরকার পরিশ্রমী মানুষ, দৃঢ় নেতৃত্ব আর রাজনৈতিক স্থিতিশীলতা। 

এর সবই বর্তমানে বাংলাদেশে রয়েছে। অগ্রগতিকে ধরে রাখতে সবচেয়ে দরকার হিসাবরক্ষক ও নিরীক্ষকদের স্বচ্ছতা। কারণ তারাই আগামীর বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।দুই দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন কনফারেন্স ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফাক), কনফেডারেশন অব এশিয়ান ফেডারেশন অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (কাপা), ইউরোপিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড অডিটরস ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস, এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আফা), প্যান আফ্রিকান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (পাফা) প্রেসিডেন্ট ও নির্বাহী নেতারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।