যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলাপ হয়েছে। 

যেখানে বেইজিংয়ের পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হলেও শঙ্কার কথা জানিয়েছ ওয়াশিংটন। গত বুধবার রাতে সিনেটরদের সাথে অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে ফোনালাপের এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।বাইডেন সিনেটরদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আমরা নড়েচড়ে না বসি, তাহলে তারা আমাদের খাবারে ভাগ বসাবে। 

চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে।চীনের সঙ্গে নিজেদের তুলনা করে বাইডেন বলেন, ‘চীন পরিবহন, পরিবেশ ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। 

আমাদের এসব খাতে পদক্ষেপ বাড়াতে হবে।এসময় বেইজিংয়ের দমনমূলক ও অন্যান্য বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তাইওয়ান, হংকং ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও সোচ্চার হতে আহ্বান জানান তিনি।এর আগে ২৭ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এরপর থেকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।