ভারতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাটারিচালিত স্কুটারে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন, মোদি সরকার কবে দেশটাকেই বেচে দেবে। 

মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখনকার এবং এখনকার পেট্রোল-ডিজেলের দামের মধ্যে বিরাট পার্থক্য, এটা একটা বড়সড় ভাঁওতা।পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও কর্মসূচি নেবে বলে জানান মমতা। 

সেই সঙ্গে গোটা দেশে অন্যান্য বিরোধীদেরও রাস্তায় নামতে অনুরোধ করেন তিনি।জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কার্যত নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গাড়ির পরিবর্তে এদিন কলকাতার হাজরা থেকে ইলেক্ট্রিক স্কুটারে নবান্ন পর্যন্ত যান মমতা। গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় আসেন তিনি। 

সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নে যান। চালকের আসনে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, 'যেভাবে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে, আমরা তার প্রতিবাদ করছি। একটা গ্যাস সিলিন্ডার ৮০০ টাকা হয়ে গেছে, গতকাল রাতে আবার দাম বেড়েছে। 

এখন কেরোসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার রাজ্যের ১ কোটি মানুষ কেরোসিনে রান্না করেন। তারা রান্না করার জন্য কেরোসিন পাচ্ছেন না। 

পেট্রল, ডিজেলের দাম বাড়লে রান্নাঘরেও আগুন লাগে। সাধারণ মানুষকে সেজন্য ভুগতে হয়।মুখ্যমন্ত্রী বলেন, আগে কৃষকদের কথা ভেবে ডিজেলের দাম বাড়ত না। এখন এরা কৃষকদের পর্যন্ত রেয়াত করছে না।