বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রূপাতলী বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের সৃষ্ঠ বিরোধের স্থায়ী সমাধান হয়নি। 

শনিবার দিনভর বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা এবং রূপাতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে বরিশালসহ সারাদেশের সঙ্গে সড়কপথে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং ঝালকাঠী, পিরোজপুর ও খুলনা জেলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। 

বিকাল সাড়ে ৫টায় শিক্ষার্থীরা রোববার সকাল পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ স্থগিত করেছেন। তবে বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখে বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার একদিনের জন্য ধর্মঘট স্থগিত করবেন তারা।নগরীর রূপাতলী বাস টাার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দূরত্ব দেড় কিলোমিটার। 

শনিবার সকাল থেকে দুইপক্ষ লাঠিসোটা হাতে নিয়ে নিজ নিজ এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন। 

গত মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের মারধরের মামলায় শুক্রবার রাতে দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হলে এ অচলাবস্থার সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা অব্যাহত ছিল। গত মঙ্গলবার বিআরটিসি বাস শ্রমিকরা দুই শিক্ষার্থীকে মারধর ও রাতে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের গণহারে মারধর করলে দুইপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।এমন পরিস্থিতির মধ্যে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। 

আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টায় আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, তারা ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছেন। 

তাদের প্রধান দাবি শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনকে গ্রেপ্তার করা। তিনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। 

তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সারাদিন তারা মহাসড়ক অবরোধ স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে শিপন গ্রেপ্তার না হলে সোমবার থেকে পূনরায় মহাসড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা।অপরদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, তাদের দুই শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা মুক্তি না পাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার একদিনের জন্য ধর্মঘট স্থগিত রাখবেন তারা। একই বক্তব্য দিয়েছেন বরিশাল বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা। বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেননি। 

পুলিশ সন্দেহজনক আসামি হিসেবে শুক্রবার রাতে রূপাতলী আবাসিক এলাকার বাসিন্দা এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজকে (২৪) গ্রেপ্তার করেছে।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোকতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। 

তদন্তে দু'জনের সম্পৃক্তার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে তদন্তে যার নাম আসবে তিনিই গ্রেপ্তার হবেন।উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালে ২ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারী বিআরটিসি বাস শ্রমিকদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

হামলাকারী বিআরটিসি’র বাস শ্রমিক রফিককে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ২ ঘণ্টা পর শিক্ষার্থীরা ওই অবরোধ তুলে নেন। মঙ্গলবার গভীর রাতে রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন আবাাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর বেপরোয়া হামলা চালায় একদল পরিবহন শ্রমিক। 

হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বুধবার সারাদিন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

বিকেলে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছিল শিক্ষার্থীরা। 

শুক্রবার বিকেলেও দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ ও সন্ধ্যার পরে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে।