কুড়িগ্রামে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সারা দেশে সাড়ে ৫ হাজার অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষককে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বেসরকারি কলেজ অর্নাস মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা। 

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হারুন অর রশিদ, জেলা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব হামিদুর ইসলাম প্রমুখ। 

কেন্দ্রীয় কমিটির আহবায়ক হারুন অর রশিদ বলেন, প্রচলিত কাঠামোতে অন্তর্ভুক্ত করে সারা দেশে সাড়ে ৫ হাজার জন অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করতে হবে।