নীলফামারীতে দীর্ঘ বিরতির পর আবারো মাঠে গড়ালো ফুটবল। শনিবার বিকালে শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হয়েছে। 

বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন উপস্থিত ছিলেন।জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এই লীগ শুরু হয়। 

উদ্বোধনী খেলায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার ৫-৩ গোলে নীলফামারী টাউন ক্লাবকে পরাজিত করে।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপে আটটি দল অংশ নিচ্ছে। 

এতে খেলবে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, নীলফামারী টাউন ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমী, খেলোয়াড় কল্যাণ সমিতি নীলফামারী, আছির উদ্দীন ফুটবল একাডেমী, জেডি ইলাভেন জলঢাকা, সেফাউল স্মৃতি সংসদ গোড়গ্রাম ও কিশোরগঞ্জ ফুটবল একাডেমী।