বনভোজন থেকে ফেরার সময় পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে বাসচাপায় রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার কুয়াকাটা-বরিশাল মহাসড়কের লেবুখালী প্রান্তে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্র মাদারীপুর সদর উপজেলার ঝিকরাদি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের আবু মোল্লার ছেলে।রিয়াদের চাচা বাবু মোল্লা জানান, বৃহস্পতিবার রিয়াদ, তার বাবা-মা ও বড় ভাই ইয়াদসহ আমরা এলাকাবাসী একত্রিত হয়ে পারিবারিক বনভোজনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসি। 

কুয়াকাটা থেকে ফেরার পথে ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ লাইন থাকায় আমরা নাস্তা করার জন্য গাড়ি থেকে বাইরে বের হই।হঠাৎ পেছন থেকে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি পরিবহন ফেরিতে উঠতে চেষ্টা করার সময় রিয়াদকে চাপা দেয়। চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই পরিবহনটি ঘুরিয়ে পটুয়াখালীর দিকে পালিয়ে যায়। 

রিয়াদ স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলে পড়াশোনা করত বলেও জানান তার চাচা।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী জানান, রিয়াদ নামের এক পর্যটককে চাপা দিয়ে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাস পটুয়াখালীর দিকে পালিয়ে যায়। 

আমরা পটুয়াখালী পুলিশের কাছে বার্তা পাঠিয়েছি। বাসটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।