বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

রাত ১২টা ১মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। পরে পর্যায়ক্রমে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপুলিশ কমিশনার মো. শাহাবু্িদ্দন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মহানগর আওয়ামী লীগ, পুলিশ সুপার মো. মারুফ হোসেন ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ঢল নেমেছিলো শহীদ মিনারে।

শহীদ মিনারের একুশের অনুষ্ঠানমালা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। 

জেলা প্রশাসনের সহায়তায় একুশের অনুষ্ঠানমালা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।রবিবার শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ফুল দেয়ার কথা রয়েছে।