মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার স্টেট কাউন্সেলর অং সান সু চির বাসায় ছয়টি ওয়াকিটকি রেডিও পাওয়ার কথা জানিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির পুলিশ।৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এইসব ওয়াকিটকি 'অবৈধ'। কেন, কীভাবে এসব তার বাসায় ব্যবহার করা হতো তা নিয়ে বিস্তারিত জানা দরকার।বিবিসি জানিয়েছে, বুধবার দেশটির পুলিশ সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেতা অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। 

তার মধ্যে মধ্যে দুটি হলো, আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং যোগাযোগের অবৈধ যন্ত্র ব্যবহার।একজন পুলিশ কর্মকর্তা আদালতে জানিয়েছেন, নেপিদোয় সু চির বাসায় অভিযানে ছয়টি ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এগুলো অবৈধভাবে আনা হয়েছে এবং অনুমতি না নিয়েই ব্যবহার করা হচ্ছিল। এসব নিয়ে সূ চিকে জিজ্ঞাসাবাদ করা হবে।সোমবার ভোরে মিয়ানমারে এনএলডির শীর্ষ নেতাদের আটক করে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। 

এই সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।দেশটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনীর কবজায় দেশটি। সামরিক অভিযান, জরুরি অবস্থা ও শীর্ষ নেতাদের আটকের ঘটনায় জনগণের মনে ভর করেছে পুরোনো আতঙ্ক। সামরিক খাঁচায় থাকার স্মৃতি আবার তাড়া করে ফিরছে তাদের। 

দিন কাটছে উৎকণ্ঠা আর সংশয় নিয়ে।সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। শতাধিক এমপিসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়।গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি নিরঙ্কুশ জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছিল ৩৪৬টি আসন। 

সোমবার থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।এনএলডি নিরঙ্কশ জয় পেলেও সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। 

তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। যদিও ইউএসডিপি ৭১টি আসনে জয় পেয়েছে।নির্বাচনে জালিয়াতি’র প্রতিক্রিয়ায় দেশে জরুরি অবস্থা জারি করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।