ভারতের পেট্রাপোল স্থলবন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির পাঁচ দফা দাবিতে আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। 

এ কারণে রোববার সকাল থেকে দু'দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে পণ্যবোঝাই শত শত ট্রাক। অধিকাংশ ট্রাকে পচনশীল ও বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল থাকায় ক্ষতির আশঙ্কা করছেন আমদানি-রপ্তানিকারকরা।করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অনেক নিয়ম মেনে চলতে গিয়ে সাধারণ কুলিদের রুটি-রুজির ওপর হাত পড়েছে। 

এ অবস্থায় কুলি ও সাধারণ ব্যবসায়ীরা কর্মস্থল ফিরে পেতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো- অবিলম্বে আগের মতো হ্যান্ড কুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়া, চালক ও সহকারীদের হেঁটে যাতায়াতের ব্যবস্থা করা, নিরাপত্তার নামে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, বাংলাদেশে ২৪ ঘণ্টার মধ্যে গাড়িগুলো খালি করার ব্যবস্থা করা, আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করার প্রচেষ্টা বন্ধ করা।পেট্রাপোল সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, করোনার স্বাস্থ্যবিধির নামে বিভিন্ন বিধিনিষেধের কারণে অনেক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছেন।বেনাপোল বন্দর উপপরিচালক (প্রশাসন) মামুন তরফদার জানান, পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতির কারণে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।