জাতীয়ভাবে টিকাদান শুরুর নয়দিনের মাথায় সোমবার দেশজুড়ে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৭৮ জন। আর এ পর্যন্ত অর্থাৎ নয়দিনে মোট টিকা নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এরমধ্যে গত আটদিনে টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত ‘কভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত দৈনিক তথ্য (সারাদেশ)’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে ঢাকা মহানগরসহ টিকা গ্রহণের বিভাগ এবং জেলা ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।মোট টিকা গ্রহীতার মধ্যে পুরুষ রয়েছেন সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন। আর নারী রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকা নেওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৭ হাজার ১৫৫ জন। আর নারী ৭৯ হাজার ৫২৩ জন।গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন। আর পুরো ঢাকা বিভাগে নিয়েছেন ৬২ হাজার ৭৩৩ জন। 

এছাড়া ময়মনসিংহ বিভাগে নিয়েছেন নয় হাজার ৪৫৫ জন, চট্টগ্রামে নিয়েছেন ৫২ হাজার ৭৪৪ জন, রাজশাহীতে ২৪ হাজার ৬০ জন, রংপুরে নিয়েছেন ২১ হাজার ৬১৮ জন, খুলনায় ২৭ হাজার ৭১০ জন, সিলেটে ১৬ হাজার ২২৭ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ১২ হাজার ১৩১ জন।শুরুর পর থেকে মোট নয়দিনে দেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। 

এরমধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন তিন লাখ দুই হাজার ৭০৫ জন। এরমধ্যে আবার ঢাকা মহানগরে এক লাখ ৪৭ হাজার ৫০২ জন।এছাড়া এই নয়দিনে ময়মনসিংহে টিকা নিয়েছেন মোট ৪০ হাজার ৭৩০ জন, চট্টগ্রামে নিয়েছেন দুই লাখ ৭০ হাজার ৯৫৯ জন, রাজশাহীতে এক লাখ ২৮ হাজার ৭৬৩ জন, রংপুরে এক লাখ ছয় হাজার ৬৩৪ জন, খুলনায় এক লাখ ২৮ হাজার ১৫৯ জন, সিলেটে ৯৩ হাজার ২৩৮ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ৫১ হাজার ৫২৩ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম টিকা নিয়েছেন বান্দরবান জেলায়; ৩৫৬ জন। 

এছাড়া ঢাকা বিভাগে সবচেয়ে কম শরীয়তপুরে; টিকা নিয়েছেন ৮৯৬ জন। রাজশাহী বিভাগে সবচেয়ে টিকা নিয়েছেন জয়পুরহাটে; এক হাজার ২৩০ জন। পাশাপাশি রংপুর বিভাগে লালমনিরহাটে সবচেয়ে কম টিকা নিয়েছেন; এক হাজার ৪১ জন। খুলনা বিভাগে সবচেয়ে কম মেহেরপুর জেলায়; ৯৭৯ জন। এছাড়া সিলেট বিভাগে সবচেয়ে কম টিকা নিয়েছেন সুনামগঞ্জে; এক হাজার ৮৯ জন। 

আর বরিশালে সবচেয়ে কম টিকা নিয়েছেন ঝালকাঠিতে; এক হাজার ১৯।গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম।