চলতি বছর একশত কোটি করোনা ভ্যাকসিন তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে মডার্না। যুক্তরাষ্ট্রের এই বায়োটেকনোলজি কোম্পানির প্রধান পরিচালক স্তেফান বানসেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার কোম্পানি ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ তৈরির আদেশ পেয়েছে। 

তবে তারা কমপক্ষে ৬০ কোটি ডোজ তৈরি বকরতে সক্ষম। বানসেল বলেন, এই অ্যান্টিবডিটি শরীরে কতদিন সক্রিয় থাকবে সেটা এখনো পরিষ্কার জানা যায়নি। তবে কমপক্ষে দুই বছর এটা কাজ করবে বলে আশা করছেন তিনি।মডার্না এ বছর ৬০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে তাদের লক্ষ্য এতেই স্থির নয়। লক্ষ্যটা ১০০ কোটিও ছুঁতে পারে। 

বৃহস্পতিবার এমনটাই জানান প্রধান পরিচালক।ওড্ডো বিএইচএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, লক্ষ্যমাত্রা ১০০ কোটিও ছাড়িয়ে যেতে পারে হয়তো।