নতুন বছরের দ্বিতীয় দিনেই ২৬/১১ মুম্বাই মামলার মূলহোতা লস্কর-ই-তাইয়েবার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করেছিল ইমরান খানের সরকার। 

সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদদ দেওয়ার একটি মামলায় ধরা হয়েছিল তাকে।শুক্রবার সেই মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের সন্ত্রাসদমন দপ্তর জাকিউর রহমান লাকভির বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়ার মামলা করেছিল। অভিযোগ ছিল সন্ত্রাসের জন্য গঠিত তহবিলের অর্থে জঙ্গিদের স্বাস্থ্য কেন্দ্র চালানোর। 

তার ভিত্তিতে গত ২ জানুয়ারি লাহোর থেকে লাকভিকে গ্রেফতার করে পুলিশ। তার ঠিক ৬ দিনের মধ্যেই ২০০৮ সালের মুম্বাই জঙ্গি হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত।