দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। করোনা পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নেতৃত্বে (ভার্চুয়াল) আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় আদালত মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দিয়েছেন।

দুদকের করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়।অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই রায়ে মীর নাছির উদ্দিনকে দুই ধারায় ১৩বছরের সাজা দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়।