কাতারের রাজধানী দোহায় যখন তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা চলছে, তখন ফের রক্তাক্ত হলো আফগানিস্তান। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় উরুজগান ও হেলমন্দ প্রদেশে পৃথক হামলায় ৫ বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে। প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য এখবর দিয়েছেন। উরুজগান প্রদেশের ওই কাউন্সিল মেম্বার জানিয়েছেন, তিরিনকোটের একটি সামরিক ক্যাম্পে হামলা হয়। তবে নিহতের সংখ্যা কত, তা নিশ্চিত করে জানাননি তিনি। 

তবে বিস্ফোরণটা এত শক্তিশালী ছিল যে, এর ধাক্কায় পুরো শহরটাই যেন কেঁপে উঠেছিল বলে জানান। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো উরুজগানে নিরাপত্তা বাহিনীর ৬ জন সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে।এর আগে বুধবার হেলমন্দ প্রদেশের রাজধানী লশকরগাহে ৫ বেসামরিক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতাউল্লাহ আফগান এ খবর দিয়েছেন। তিনি বলেন, নিহতদের সবাই নারী ও শিশু।

এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রাদেশিক গভর্নর আবদুল নবি ইলহাম জানিয়েছেন, কারা দায়ী, সেটা জানতে তদন্ত চলছে।