যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক উপলক্ষ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খান। 

দু’জনই বাইডেন শপথ গ্রহণ করার সাথে সাথেই তাৎক্ষণিক তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। দুই প্রধানমন্ত্রীই জানিয়েছেন, তারা তার সাথে কাজ করার অপেক্ষায় রয়েছেন।নরেন্দ্র মোদি এ নিয়ে মোট চারটি আর ইমরান খান একটি টুইট করেন। মোদি পৃথকভাবে জো বাইডেন ও কমালা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করলেও ইমরান শুধু বাইডেনকে উদ্দেশ্য করেই টুইট করেন।

বাইডেনকে মোদি লেখেনঃ

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ গ্রহণ করায় তাকে আমার আন্তরিক অভিনন্দন। আমি ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে তার সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি।'

কমালাকে উদ্দেশ্য করে টুইটঃ

কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন জানাই। এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান। ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে তার সাথে আলাপচারিতার প্রত্যাশায়। ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আমাদের বিশ্বের জন্য উপকারী।'

বাইডেনকে উদ্দেশ্য করে ইমরানের:

আমি প্রেসিডেন্ট বাইডেনকে তার অভিষেক উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, জনস্বাস্থ্যের উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং এ অঞ্চলে ও এর বাইরে শান্তির জন্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।এদিকে, চীনের স্থানীয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া একটি সম্পাদকীয়তে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়াকে অভিবাদন জানিয়েছে।