ভিসা জটিলতায় পড়েছে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎসে খুঁজতে যেতে ইচ্ছুক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি দল। নির্ধারিত সময়ে সেখানে যেতে পারছে না তারা।এরই মধ্যে প্রতিনিধি দলটির দুইজন সদস্য উহানের উদ্দেশে রওনা হয়েছেন। তবে অন্যরা ভিসা পাননি। এ নিয়ে পুরো দলের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে।২০১৯ সালের ডিসেম্বরে উহানের একটি মার্কেট থেকে মহামারি করোনা ছড়িয়ে পড়ে। এরপর এখন পর্যন্ত দাপট দেখিয়ে চলছে এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ; বাড়ছে এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।

এমন পরিস্থিতিতে উহানে প্রতিনিধি দল পাঠাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাস্থ্য সংস্থাকে। দীর্ঘ সময় ধরে বেইজিংয়ের সঙ্গে কথা বলতে হয়েছে তাদের। তবুও শেষ মুহূর্তে আটকে গেল তাদের যাত্রাডব্লিউএইচওর প্রধান টেড্রস আধনম গেব্রিয়েসাস বলেন, উহানে যেতে ইচ্ছুক প্রতিনিধি দলের অনুমতি নিশ্চিত না করার ঘটনাটি আমাকে হতাশ করেছে। দুই সদস্য এরই মধ্যে যাত্রা করেছেন; অন্যদের যাত্রা শেষ মুহূর্তে আটকে গেছে।তিনি বলেন, চীনের অভ্যন্তরীণ প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে আমাকে আশ্বস্ত করা হয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুংইং বলেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই।

এর আগে ডিসেম্বরে ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করতে জানুয়ারিতে উহানে যাওয়ার পরিকল্পনার কথা জানায় স্বাস্থ্য সংস্থা। সংস্থার ওই প্রতিনিধি দলে ১০ জন সদস্য যুক্ত হওয়ার কথা রয়েছে। উৎস: বিবিসি