তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ দুই পৌরসভায় নির্বাচন আজ শনিবার। গৌরনদী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির দুইজন প্রার্থী। 

অপরদিকে, মেহেন্দিগঞ্জে পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন মেয়র পদে লড়াই করছেন।গৌরনদীর পৌরসভার মোট আয়তন সাড়ে ১১ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট জনসংখ্যা অর্ধ লাখের বেশি। 

মোট ভোটার ৩৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৬০৯ জন এবং ১৬ হাজার ৭৯৯ জন পুরুষ ভোটার।পৌরসভায় ১৪টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৯৬টি। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হারিছুর রহমান হারিছ এবং বিএনপির জহির সাজ্জাদ হান্নান।অপরদিকে, মেহেন্দিগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপির জিয়াউদ্দিন সুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন খোকন।মেহেন্দিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৮৮৮ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৭৩ জন এবং নারী ভোটার ১২ হাজার ৭১৫ জন। ৯টি কেন্দ্রের ৭৫টি কক্ষে ভোট দেবেন তারা।