বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোটের দরকার নাই। সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) কিছু লোককে প্রশিক্ষণ দেবে-এজন্য টাকা বরাদ্দ দরকার, ইভিএমের মতো জালিয়াতির মেশিন কিনতে হবে সেজন্য টাকা দরকার। এই টাকা লোপাট করবে সিইসি ও তার অন্যান্য ঘনিষ্ঠ লোকেরা। 

এই কাজে সিইসি ব্যস্ত।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ছাত্রদল পূর্বের উদ্যোগে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও নিউমার্কেট থানা ও ৫২ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, সিইসির বিরুদ্ধে দেশের বুদ্ধিজীবীরা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেছেন। তারা বলেছেন- এই লোকটাকে সরানো হোক, এই লোকটি দুর্নীতিবাজ, এই লোকটি গণতন্ত্রকে ধবংস করেছে, এই লোকটি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে সমাহিত করেছে। একে বাদ দিতে হবে। 

কিন্তু কোনোভাবেই কে এম নুরুল হুদা বাদ যেতে চান না। আর আওয়ামী সরকার মনে করে এতো বড় তাবেদার, এতো বড় গোলাম আর তো কখনোই পাওয়া যাবে না।চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির এক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, চট্টগ্রামে সিটি নির্বাচন বিএনপির ৬৯ জন নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আগেই তুলে নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২০ জন নেতাকর্মীকে। 

কিন্তু আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি, তাদের কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। আসলে প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা বিক্রি করেছেন বলেই নির্বাচনের কোনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেননি তিনি।ছাত্রদল পূর্বে সভাপতি খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকের পরিচালনায় দোয়া মাহফিলে মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, প্রয়াত বাপ্পীর বোন ঝুমুর বক্তব্য দেন।