জার্মানিতে বেকারত্বের হার বেড়ে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসের তুলনায় এ বছরের জানুয়ারিতে জার্মানিতে বেকারের সংখ্যা বেড়েছে ৪ লাখ ৭৫ হাজার। 

যা মোট জনসংখ্যার শূণ্য দশমিক ৪ শতাংশ। এ তথ্য দিয়েছে জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সি। গত বছরজুড়ে করোনার প্রকোপে বিধ্বস্ত পুরো বিশ্ব। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় সবকটি দেশের অর্থনীতিই। 

করোনা মোকাবেলা করতে গিয়ে জার্মানিতেও জারি করতে হয় কড়া লকডাউনসহ নানা বিধিনিষেধ। এতে অর্থনীতি থমকে যায়।আর এর প্রভাবই পড়েছে দেশটির শ্রমবাজারে। 

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সির প্রধান ডেটলেফ শেলে। তিনি বলেন, মহামারি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণই এ মাসে শ্রমবাজার স্থিতিশীল থাকার কারণ।