দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীদের মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন বরিশালের গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। শনিবার বেলা ১টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি। 

এর আগে রিটানিং কর্মকর্তার কাছে হামলাসহ সুনির্দিষ্ট ৫টি লিখিত অভিযোগ দেন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী। সংবাদ সম্মেলনে জহির সাজ্জাদ হান্নান বলেন, বেলা ১১টায় গৌরনদী পাইলট বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা প্রতীকের দুই কর্মী প্রিজাইডিং অফিসারের সামনে তাকে কেন্দ্র থেকে বের করে দেন। তখন প্রিজাইডিং অফিসার কোনো পদক্ষেপ নেননি। 

এরপর বেলা সাড়ে ১১টায় গৌরনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারে। পুলিশ তখন নিরব ছিল। রিটানিং অফিসারের কাছে বিএনপি প্রার্থী হান্নান শরিফের লিখিত অভিযোগুলো হচ্ছে- বিএনপি প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, নৌকার এজেন্ট দ্বারা বিএনপির এজেন্ট অবরুদ্ধ করে রাখা, প্রিজাইডিং অফিসার কর্তৃক বিএনপির এজেন্টেকে কেন্দ্রে ঢুকতে বাধা, ৬ নং ওয়ার্ডে অনিয়ম ও ভোটকেন্দ্র দখল, ৯ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম।বিএনপির এ মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম মাসুদ রানা বলেন, সকালেই বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। কোনো কোনো কেন্দ্রের এজেন্টকে অবরুদ্ধ করে ভোটে কারচুপি করা হয়েছে। 

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ ব্যাপারে গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার বলেন, বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছেন। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।