চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের প্রচারে নেমেছেন চিত্রতারকারা। রোববার দুপুর থেকে চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখদের নিয়ে নগরের একাংশজুড়ে প্রচার চালান রেজাউল। এ ছাড়া রেজাউল করিমের সমর্থনে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।এছাড়া শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। 

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া তার অভিযোগের ৯৫ শতাংশই নিষ্পত্তি হয়নি।বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া রেজাউল করিমের পক্ষে প্রচারে নেমে চিত্রনায়ক রিয়াজ সাংবাদিকদের বলেন, 'চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি। 

চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না।তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি, রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। 

চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।রিয়াজের সঙ্গে এ সময় প্রচারে নামেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তাদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তারকাদের সঙ্গে প্রচারে নেমে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, 'নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্ব্বাধীনতা পেয়েছি। 

নৌকার মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করেছি। নৌকা দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই চট্টগ্রামবাসী আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন।এদিকে, রেজাউল করিমকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।চট্টগ্রাম প্রেস ক্লাবে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চবি শিক্ষকদের হলুদ দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ নগরী। এ নগরের মেয়রের কাছে নাগরিকদের প্রত্যাশা অনেক। 

এ প্রত্যাশা পূরণে দরকার সৎ, যোগ্য, দক্ষ ও নির্লোভ নগরপিতার। রেজাউল করিম চৌধুরী মেয়র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা পূরণে সক্ষম হবেন। একই সঙ্গে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে তার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিজেকে নিবেদিত রাখবেন। তাই ঐক্যবদ্ধ হয়ে ২৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে রেজাউল করিমকে জয়যুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারসহ নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।বিএনপি প্রার্থীর গণসংযোগ: প্র্রচারের শেষ মুহূর্তে এসে নগরের এ-মাথা থেকে ও-মাথা চষে বেড়াচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শাহাদাত হোসেন। দুপুরে উত্তর পতেঙ্গা ওয়ার্ডের চড়ি হালদার মোড় থেকে প্রচার শুরু করেন তিনি। 

বিকেলে নগরের দেওয়ান বাজার দিদার মার্কেট ও বক্সিরহাট এলাকায় গণসংযোগ করেন।এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, 'সরকারদলীয় প্রার্থী ও তার সমর্থকরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেই চলেছেন। কিন্তু নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। 

নির্বাচন কমিশনে আমার জমা দেওয়া অভিযোগের ৯৫ শতাংশই নিষ্পত্তি করেনি তারা। এ অবস্থা চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আসতে সাহস করবেন না ভোটাররা।