সৌদি থেকে ছেড়ে আসা দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ পারস্য উপসাগরে আটক করেছে ইরান। রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে। জাহাজ আটকের ঘটনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।সোমবার এক বিবৃতিতে আইআরজিসি’র নৌ শাখা জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর ও সমুদ্র বিভাগের অনুরোধে এবং প্রাদেশিক প্রসিকিউটরের নির্দেশে জাহাজটি আটক করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের জুবাইল বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ ছেড়ে আসে। জাহাজটি থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।  আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের ক্রু ছিলেন এবং তাদের সবাইকে আটক করা হয়েছে। বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে। 

বিষয়টি আরো তদন্তের জন্য ইরানের বিচার বিভাগের হাতে ন্যস্ত করা হয়েছে।   কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরে যাওয়ার কথা রয়েছে । তার আগে দিয়ে তেলবাহী জাহাজ আটকের এ ঘটনা ঘটল।