ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে ১০ জন রোহিঙ্গাকে আটকের দাবি করা হয়েছে। মঙ্গলবার তাদের আটক করা হয় বলে পশ্চিমবঙ্গ রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। আটক দশ জনের মধ্যে তিনজন পুরুষ, দু'জন নারী ও পাঁচজন শিশু। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে টিকিট চেক চলাকালে ট্রেন সুপারিন্টেন্ডেন্ট তাদের দেখে সন্দেহ করেন। এরপর তিনি বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। মঙ্গলবার দুপুর দেড়টায় ট্রেনটি নিউ জলপাইগুড়িতে পৌঁছালে তাদের আটক করা হয়। 

তিনি আরও জানান, যথাযথ আইনি ব্যবস্থা নিতে আটক সবাইকে নিউ জলপাইগুড়ি জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই ১০ জন গত ১০ জানুয়ারি বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে পালায়। এরপর তারা বাংলাদেশের কুমিল্লা থেকে ত্রিপুরার সোনামুড়া হয়ে এক দালালের সহায়তায় ১১ জানুয়ারি আগরতলায় ওই ট্রেনটিতে চড়ে বসে।