সাধারণত মানুষের ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইভেটকার ব্যবহৃত হলেও এবার তাতে চড়েছে গরু! অবশ্য স্বেচ্ছায় মানুষের এ বাহনটিতে চড়েনি অবলা এই প্রাণী। 

দুই চোর মিলে প্রাইভেটকারে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল।তবে এলাকাবাসীর জন্য গরুকে বেশিক্ষণ গাদাগাদি করে গাড়িতে থাকতে হয়নি। 

চোরাই গরু ও গাড়িসহ দুই চোরকে আটকে পুলিশে দিয়েছে বুরজান চা বাগানের বাসিন্দারা।

এ ঘটনায় বুরজান চা বাগানের সুবাস নায়েক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেনপ্রাইভেটকারে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হলেন জকিগঞ্জ উপজেলার আইতলা সোনাসার গ্রামের মৃত তমছির আলীর ছেলে নগরীর উপকণ্ঠ আলুরতল এলাকার বাসিন্দা জামাল উদ্দিন (৪৮) ও বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ঈদগাহ বাজার এলাকার সামছুদ্দিনের ছেলে রাজন আহমদ (২৪)।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় চা বাগানের লোকজন জামাল ও রাজনকে আটক করে। এরপর বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে আসে।

এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে সেদিনই কারাগারে পাঠানো হয়েছে।