অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে নুরুজ্জামান (২৫) নামে এক ভারতীয় গরু চোরকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭-্এর কাছের এলাকা উজান ঝগড়ার চর থেকে ওই যুবককে আটক করা হয়।ৱআটক নুরুজ্জামান ভারতের ধুবরী জেলার হাটশিংগিমারী থানার কানাইমারা গ্রামের সুরুত আলীর ছেলে।

বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, দুপুরে দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে এক যুবক বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি। 

আটক যুবক বিজিবিকে জানায়, সে সীমান্তে গরু চোরাচালানের সঙ্গে জড়িত এবং গরু চোরাচালানের টাকা লেনদেনের উদ্দেশে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা হয়েছে। তাকে সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।