নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের নিয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সিভিল সার্জন অফিসের আয়োজনে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেজবাহুর আলম চৌধুরী, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. রেজাউল করিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবু হেনা মোস্তফা কামাল ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল বক্তব্য দেন কর্মশালায়।এতে জানানো হয়, জেলায় ১৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৮২ জন। আর মারা গেছেন ২৬ জন। ১০ হাজার ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও ১০ হাজার ৩৮ জনের ফলাফল পাওয়া যায়।সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয়। 

মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। আমরা স্বাস্থ্য বিভাগ সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে সচেতনতা চালিয়ে আসছি। যাতে সংক্রমণ প্রতিরোধ করা যায়।সামনে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। অগ্রাধিকারের ভিত্তিতে এই ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান তিনি। 

বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মাধ্যমে কর্মরত ৩০ জন সংবাদকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।