১৫ বছর আগে সড়ক নির্মাণের পর তা আর সংস্কার করেনি সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ফলে নগরীর লন্ডনী রোডে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 

মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের একাধিকবার বললেও সড়ক সংস্কারে তারা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ রয়েছে। অবশেষে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক সংস্কার করেছে অগ্রণী তরুণ সংঘ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু করে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত লন্ডনী রোডের বিভিন্ন অংশ সংস্কার করেন এই সংগঠনের সদস্যরা। রাতভর সড়ক সংস্কারের সময় উপস্থিত ছিলেন অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু, সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, সহসভাপতি শাহ মো. লোকমান আলী, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, রফিক মিয়া, মামুনুর রশীদ চৌধুরী, আমির হোসেন প্রমুখ।

অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, দীর্ঘ ১৫ বছর আগে সিলেট সিটি করপোরেশন সড়কটি নির্মাণের পর সংস্কারের আর কোনো উদ্যোগ নেয়নি। বারবার যোগাযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। লন্ডনী রোড এলাকার রাস্তা ও ড্রেনের অবস্থাও খুবই নাজুক। এ জন্য আমরা অগ্রণী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে কিছু খানাখন্দ ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি। এতে যদি সিটি করপোরেশনের টনক নড়ে।

সিলেট সিটি করপোরেশনের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের অনেকখানি সীমানা ভাগ করেছে লন্ডনী রোড। এই সড়কের বেহাল দশার কথা স্বীকার করে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান বলেন, ইতোমধ্যে লন্ডনী রোড সংস্কারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই দরপত্র আহ্বান করে সংস্কার কাজ শুরু হবে।