বগুড়ায় শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু হলো। বিশেষ দুটি জাতের ধানের চারা রোপণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রূপদান শুরু হয়েছে। 

দুটি জাতের ধানের মধ্যে একটি জাত হবে সোনালী রঙের অপরটি হবে নীল। আর এই দুই রঙের সমন্বয়ে ধান চারা যতটায় বড় হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ততটায় ফুটে উঠবে। প্রতিকৃতিটি খালি চোখে দেখার চেয়ে পাখির চোখে (উচুঁ স্থান) দেখলে সহজেই বোঝা যাবে।শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমিতে ধানের চারা রোপণের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সৃষ্টির কাজ শুরু হয়। 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয়েছে। যা গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ ফলনশীল দুই ধরণের ধানের চারা রোপনের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে শস্য চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। অনুষ্ঠানে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা,  যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, এড: জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর সাত্তারসহ আওয়ামীলীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।