নীলফামারীতে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট। 

সোমবার সকাল ১১ টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে বিএনসিসির রাজশাহী রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর সোমেন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এরপর সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়, বাটার মোড়, বাজার ট্রাফিক মোড় হয়ে নীলফামারী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। 

র‌্যালি থেকে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।র‌্যালিতে নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবর রহমান ভুঁইয়া, জেলা বিএনসিসির জেলা সমন্বয়কারী ওমর ফারুক, প্রফেসর আন্ডার অফিসার আজিজুর রহমান ও জেলার বিভিন্ন কলেজের শতাধীক ক্যাডেট উপস্থিত ছিলেন।