টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে পাকিস্তানকে নাস্তানাবুদ করে টেস্ট খেলুড়ে সপ্তম দেশ হিসেবে এই কীর্তি গড়েছে ব্লাক ক্যাপসরা। কিউইদের এই কীর্তির দিনে টেস্ট র‌্যাংকিংয়ে দশে নেমে যাওয়ার লজ্জায় ডুবেছে বাংলাদেশ।অবশ্য দীর্ঘ দশ মাস বাংলাদেশ কোন টেস্ট খেলেনি। সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টেস্টে বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

অন্যদিকে আফগানিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে এক বছরেরও বেশি সময় আগে।২০১৯ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওই টেস্টে বড় ব্যবধানে হারে তারা। তারপরও রেটিংয়ে এগিয়ে থেকে র‌্যাংকিংয়ে নয়ে উঠেছে আফগানরা। এর আগের র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল নয়ে। আর জিম্বাবুয়ে ছিল দশে।দলে থাকা বাংলাদেশের রেটিং ৫৫। টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবার শীর্ষে ওঠা নিউজ্যিলান্ডের রেটিং ১১৮। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে অস্ট্রেলিয়া থাকা ভারতীয় দল র‌্যাংকিংয়ে আছে তিনে। 

তাদের রেটিং ১০৬।রেটিংয়ে পিছিয়ে থাকলেও পয়েন্টে অবশ্য চারটি আন্তর্জাতিক টেস্ট খেলা আফগানিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে বাংলাদেশ। আফগানদের পয়েন্ট মাত্র ১৭০। আর বাংলাদেশের পয়েন্ট ৯৩৯। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৯৩৭। চারে থাকলেও ইংল্যান্ডের পয়েন্ট যেমন আবার চার হাজারের ওপরে। পয়েন্টটা টেস্ট খেলার সংখ্যার ওপর নির্ভর করে করা হয়েছে।