শরীরের সংস্পর্শে এলে চুলকানি তৈরি করে এমন গুল্মজাতীয় উদ্ভিদ ‘বিলাই খামচি’ দিয়ে চট্টগ্রামে প্রতিপক্ষের ওপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। 

চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে ‘বাঁদরওলা’ বলা হয়। এটি দেহের সংস্পর্শে এলে প্রচর চুলকানি তৈরি করে। 

ফলে আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টা অস্বস্তিতে থাকতে হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে ‘বিলাই খামচি’ প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা। ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বেগম জানান, বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর ‘বিলাই খামচি’ ছিটিয়েছেন।