হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাইফ জ্যাকেটের ভেতর থেকে আবারও ২২টি স্বর্ণবার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভাগ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদ থেকে আসা ফ্লাইট বিজি-৪০৪০ তে তল্লাশি করে এসব স্বর্ণবার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর জানান, এর আগে গত সোমবার বিমানবন্দরে একই কায়দায় থাকা আরেকটি ফ্লাইট থেকে সমপরিমাণ স্বর্ণবার জব্দ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি এখনও।

তবে ঘটনার সঙ্গে জড়িত বিমানবন্দরে সক্রিয় স্বর্ণচোরাচালান চক্রকে শনাক্তে পৃথক দুইটি বিভাগীয় মামলা করা হয়েছে।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভাগের কর্মকর্তারা জানান, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে যাত্রীরা নামার পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এসময় একটি আসনের নিচে থাকা লাইফ জ্যাকেটের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণবার পাওয়া যায়।

পাচারের উদ্দেশে এসব স্বর্ণবার লাইফ জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখা হয়। যার ওজন দুই কেজি ৫৫২ গ্রাম।

বিমানবন্দর গোয়েন্দা সূত্রে জানা গেছে, বছরের শুরুতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণচোরাকারবারি চক্র সক্রিয়। ঘটনার সঙ্গে বিমানবন্দরেই এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে তাদের অভিযোগ।

শুল্ক গোয়েন্দার এক সহকারী পরিচালক জানান, বিমানের লাইফ জ্যাকেট থেকে বার বার স্বর্ণবার জব্দ করার ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। সেগুলো তদন্ত করা হচ্ছে।