ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইভিএম পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই। যিনি ভোটার, শুধু তিনি ভোট দিতে পারবেন। পৌর নির্বাচন উপলক্ষে সাভারে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিশ্বজুড়ে নির্বাচন পরিচালনার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান থাকে। যারা হেরে যায়, তারা ফলাফল গ্রহণ করতে চায় না।

 এটা রাজনৈতিক সংস্কৃতি। আওয়ামী লীগ হেরে গেলেও নির্বাচন নিয়ে বিএনপির মতো কারচুপির অভিযোগ তুলত।কে এম নূরুল হুদা বলেন, পৌরসভা নির্বাচন কেমন হবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করে জেনেছি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। কোথাও কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। প্রার্থীদের আচরণে নির্বাচন পরিচালনাকারীরাও সন্তুষ্ট।সাংবাদিকদের তিনি আরও বলেন, ইভিএমে ভোটারদের আগ্রহ বেড়েছে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৮৫ ভাগ ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন। 

ইভিএম পদ্ধতিতে এখন পর্যন্ত যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ নেই।নির্বাচনের সময় বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞাসহ অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সিইসি বলেন, আমরা নির্বাচনের কালচার পরিবর্তনের স্বপ্ন দেখছি। সেটা বাস্তবায়নের জন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম যদি কেউ তুলে নিয়ে যায়, সেখানে একটি ভোটও দিতে পারবে না। কারণ, এখানে ফলস ভোট দেওয়ার সুযোগ নেই। 

যার ভোট, একমাত্র তিনিই দিতে পারবেন।ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।