নীলফামারীতে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুস্থ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। কয়েকদিন ধরে কুয়াশার সাথে হিমেল বাতাসে স্থবির হয়েছে জনজীবন।

গত কয়েকদিন ঘন কুয়াশা আর হিমেল বাতাসে সূর্যের আলো নিস্তেজ হওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। বুধবার দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। 

সকালেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা।

শীত ও শিশির কারণে বীজতলা নষ্টের হাত থেকে রক্ষা করতে বীজতলার উপরে পলিথিন দিয়ে বাঁচানোর চেষ্ঠা করছে কৃষকরা। 

ঘন কুয়াশা অব্যাহত থাকলে আলুসহ শীতকালীন সবজি ও বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া অনেক এলাকায় শীতে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।