মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আইডি বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে। 

আজ সাময়িকভাবে ফেসবুক, ইনস্টাগ্রামও ব্যান করা হয়েছিল। এবার ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টও সাময়িক বন্ধ করা হয়েছে। এর আগে, টুইটার ব্যান করার পর ট্রাম্প হুঙ্কার ছেড়ে জানিয়েছিলেন, নিজেই নিজের সোশ্যাল ‘প্ল্যাটফর্ম’ বানাবেন। 

এবার আরও একধাপ এগিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিলেন প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াকে। ট্রাম্প বললেন, ‘আমি মনে করি এরা দেশের জন্য ভয়ানক কাজ করছে। যা তাদের জন্য সর্বনাশা ভুল হয়ে দাঁড়াবে।মার্কিন ক্যাপিটলে হামলায় উসকানি হিসাবে কাজ করেছে ট্রাম্পের টুইট। 

এই অভিযোগেই তার একের পর এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে সংস্থাগুলো। তারপর ফের এমন উসকানি দিতে পারেন, এই আশঙ্কায় তার অ্যাকাউন্ট ব্যান করেছে টুইটার।