পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের রাজধানী একটির পরিবর্তে চারটি রাজধানী হওয়া প্রয়োজন। 

তার কথায়, আমি বিশ্বাস করি, ভারতের রাজধানী অবশ্যই চারটি হওয়া উচিত। উত্তর, দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্ব এ চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। ঘুরিয়ে ঘুরিয়ে চারটি রাজধানী। এর মধ্যে একটি রাজধানী কলকাতা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

নেতাজি সুভাস চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার কলকাতায় দেওয়া এক ভাষণে এসব কথা বলেন মমতা।এদিকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় অনুষ্ঠানে অংশ নেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয় মমতাকে। 

কিন্তু অনুষ্ঠানে ক্ষুব্ধ মমতা বলেন, নিমন্ত্রণ করে আমাকে অপমান করা হয়েছে। পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখর সেখানে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা বলেন, আমাকে এখানে ডেকে অপমান করবেন না। এটি কোনো রাজনীতিক কর্মসূচি না। আপনি যদি কোনো সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, তা হলে তাকে অপমান করা উচিত নয়। 

অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ সেøাগান দেওয়ার পর মমতা এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এবার বিধানসভা নির্বাচন সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর গুণকীর্তন বেড়েছে। বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি দেওয়া হয়েছে। 

তৃণমূল আয়োজিত এক রোড শোতে চারটি রাজধানীর ব্যাপারে মমতা বলেন, ইংরেজরা কলকাতা থেকে পুরো দেশ শাসন করেছে। আমাদের দেশে কেন শুধু একটি রাজধানী থাকবে? ঘুরিয়ে ঘুরিয়ে চার জায়গায় অধিবেশন হোক। আমরা সবার জন্য বলছি। 

দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। এক নেতা, এক জাতির কী মূল্য আছে? মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে এসব কথা বলেন মমতা।