মালিবাগে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- নূর ইসলাম (২৭) ও তার দূর সম্পর্কের চাচা মো. রাকিব (২৫)। বুধবার দুপুরে খিদমাহ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা এসিআই লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সকালে ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় আলতাফ হোসেন সেলিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।ঢাকা রেলপথ থানার ওসি রকিব উল হাসান সমকালকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নূর ইসলাম ও রাকিব বুধবার দুপুরে পেশাগত কাজে কোথাও যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে খিদমাহ হাসপাতালের বিপরীত পাশের রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।নিহত নূর ইসলামের চাচাত ভাই মো. মনির সমকালকে জানান, খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুরে একসঙ্গেই থাকতেন তারা সবাই। সকালে তারা নিজেদের কাজে বের হয়েছিলেন। ঢাকা রেলপথ থানার ডিউটি অফিসার এসআই সেকান্দার আলী জানান, নূর ইসলাম ও রাকিবের গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাট্টা এলাকায়। মৃত নূরের বাবার নাম মোসলেম উদ্দিন ও রাকিবের বাবা মো. মোস্তফা।এদিকে ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত ব্যক্তির নাম- আলতাফ হোসেন সেলিম (৬০)। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ডেমরা বাজার এলাকায় থাকতেন তিনি। বুধবার ভোরে নামাজ পড়ে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তার মধ্যবর্তী অংশে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কাভার্ডভ্যানটি জব্দ হলেও পালিয়ে গেছেন চালক।