উপজেলা পরিষদের আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে। সদর উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনীতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আকতার। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটেটর বিভা রায় বক্তব্য দেন। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় পাঁচদিনের প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণ করছেন। 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটেটর বিভা রায় জানান, নির্মাণ শ্রমিক, যারা রাজমিস্ত্রী ও সড়ক নির্মাণে জড়িত তাদের সক্ষমতা বাড়াতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রকল্পটি উপজেলা পরিষদের যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন বিষয়ক কমিটি বাস্তবায়ন করে।