পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, নাসিরসহ ২০ জন বাংলাদেশির নাম রয়েছে। তবে পিএসএলে নিয়মিত অংশ নেওয়া তামিম ইকবালের নাম নেই এবারের তালিকায়।  রোববার ড্রাফট অনুষ্ঠিত হবে। 

পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। ২২ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে।বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন কেবল পেসার মুস্তাফিজুর রহমান। শনিবারের ড্রাফটের আগের দিন প্রকাশিত তালিকায় একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের নাম দেখা যায়। 

মূল্যমানে দ্বিতীয় সারিতে থাকা ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।গোল্ড ক্যাটাগরিতে আছেন আফিফ হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, অলক কাপালী, নাসির হোসেন, আবুল হাসান, জুবায়ের হোসেন লিখন ও সানজামুল ইসলাম।আর সর্বনিম্ন সিলভার ক্যাটাগরিতে আছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, মনির হোসেন, আবু সায়েম চৌধুরী ও রাফসান আল মাহমুদ।