পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই ফোন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন করেন। তাদের মধ্যে ২৬ মিনিট আলাপ হয়। 

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।জলবায়ু পরিবর্তন ঝুঁকির বিষয়ে কাজ করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে দায়িত্ব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।