জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হবে ভারত। জাতিসংঘে তার দায়িত্বকালে শান্তি ও সুরক্ষা ইস্যুতে ‘মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক’ সমাধানের সর্বাত্মক চেষ্টা করবে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছে ভারত। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে টিএস তিরুমূর্তি এসব কথা বলেন।

২০২১-২০২২ সময়ের জন্য অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছে ভারত। তিরুমূর্তি বলেন, ভারত নিরাপত্তা পরিষদে মানবতার প্রতিনিধিত্ব করবে। আইনের শাসন, একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা এবং শান্তি, সুরক্ষা এবং উন্নয়নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ আমরা। 

তিরমূর্তি বিদায়ী সদস্য বেলজিয়াম, ডোমিনিকান প্রজাতন্ত্র, জার্মানি, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন। সেইসঙ্গে নির্বাচিত আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো এবং নরওয়ের প্রতিনিধিদের স্বাগত জানান।তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদের মতো মানবতার শত্রুদের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করব না। শান্তি-রক্ষা, শান্তি-প্রতিষ্ঠা, সামুদ্রিক সুরক্ষা, বিশেষত সংঘাতময় পরিস্থিতিতে নারী ও যুবসমাজের নিরাপত্তা গুরুত্ব পাবে।