লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে চরবংশী এস এম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম আসমা আক্তার শামীমা। 

তিনি ওই বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষিক। অভিযুক্ত মোস্তফা গাজী ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আসমা আক্তার শামীমা বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি হতে না পারায় ক্ষোভে মোস্তাফা গাজী আমার সঙ্গে অফিস কক্ষে অশালীন আচরণ করেন। 

অকথ্য গালমন্দ করেন। এর আগেও আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (অ্যাডহক) সভাপতি মোহাম্মদ আলী খোকন ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বাবুল বলেন, ‘বিদ্যালয়ের অফিস কক্ষে একজন শিক্ষিকার সঙ্গে এ ধরনের আচরণ কাম্য নয়। 

এ ব্যাপারে কমিটির বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসালাম বলেন, ‘এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত বিএনপি নেতা মোস্তফা গাজীর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।